সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগরে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তৈরি শিক্ষা প্রতিষ্ঠান ‘অংশী স্বপ্নজয়ী পাঠশালা’ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শিশু বিকাশের লক্ষ্যে। মানবতার জয়গান গাওয়া এই পাঠশালা ইতোমধ্যে স্থানীয় ও প্রবাসী সমাজে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অংশী স্বপ্নজয়ী পাঠশালা উদ্বোধন করেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ইসহাক খান।
প্রতিষ্ঠার পর থেকেই পাঠশালার সার্বিক পরিচালনা ও দেখভাল করছেন তরুণ সাংবাদিক হাদিউল রিদয়, যিনি নিজের সময় ও শ্রম ব্যয় করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

পাঠশালার সার্বিক উন্নয়ন ও স্থায়ী ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ‘অংশী’-এর সভাপতি শ্যামলি খান, যিনি দূর থেকে প্রতিষ্ঠানটির জন্য একটি স্মার্ট তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন।
এদিকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্প্রতি যুক্ত হয়েছেন সাধারণ সম্পাদক কবি শাহিদা ইসলাম, উপদেষ্টা হিসেবে রয়েছেন রয়টার্স পদকপ্রাপ্ত সাবেক সাংবাদিক রফিকুর রহমান এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মিজানুর মিজান।

‘অংশী স্বপ্নজয়ী পাঠশালা’ শুধুমাত্র একটি স্কুল নয়, বরং এটি হয়ে উঠছে সমাজের অবহেলিত শিশুদের ভবিষ্যৎ গড়ার এক আলোকবর্তিকা। মানবতার জয়গানই এই প্রতিষ্ঠানের মূল দর্শন—“জয় হোক মানবতার।”
Tags: অংশী স্বপ্নজয়ী পাঠশালা, ইসহাক খান, তাড়াশ, মানবতা, মিজানুর মিজান, রফিকুর রহমান, শামলি খান, শাহিদা ইসলাম, শিক্ষা উদ্যোগ, সুবিধাবঞ্চিত শিশু, হাদিউল রিদয়