1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
এবারের এইচএসসিতে সিরাজগঞ্জে ৭ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল
নতুন সংবাদ
সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যালে চাকরি মেলা ২৮ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে সরস্বতী পূজা ও প্রতিমা বিসর্জন সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু নানা আয়োজনে মাছুমপুর ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি উদযাপন তাড়াশে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত জামায়াত সরকার গঠন করলে সিরাজগঞ্জ থেকে মন্ত্রী বানানোর ঘোষণা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ
                   
                       

এবারের এইচএসসিতে সিরাজগঞ্জে ৭ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জে ৭ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল
170

এবারের এইচএসসিতে সিরাজগঞ্জে ৭ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে, যা ইতিমধ্যে জেলায় আলোচনার জন্ম দিয়েছে। এরমধ্যে ৫টি কলেজ এবং ২টি মাদ্রাসা রয়েছে, যাদের একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। গত সাত বছরের মধ্যে জেলায় একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠানের শতভাগ ফেল হওয়ার ঘটনা এই প্রথম।

জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সিরাজগঞ্জে ৭ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল করা কলেজগুলো হলো– শাহজাদপুরের খুকনি মাল্টিলেটার হাইস্কুল অ্যান্ড কলেজ, ড. মোজাহারুল ইসলাম মডেল কলেজ, সিরাজগঞ্জ সদরের ছোনগাছা মহিলা কলেজ, তাড়াশ উপজেলার মধুনগর আদিবাসী আদর্শ কলেজ এবং রাণীরহাট আদর্শ কলেজ। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় উল্লাপাড়ার পুকুরপাড় এস অ্যান্ড বি ফাজিল মাদ্রাসা এবং বন্যাকান্দি আলিম মাদ্রাসার সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, ফলাফল অত্যন্ত হতাশাজনক। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষক সংকট, অনিয়মিত ক্লাস এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহের অভাবকে এই পরিস্থিতির মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে শতভাগ ফেল করা কলেজ ও মাদ্রাসাগুলোর অধ্যক্ষদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।

এদিকে, কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, অনেক প্রতিষ্ঠানে পড়াশোনার পর্যাপ্ত পরিবেশ নেই। নিয়মিত শিক্ষক না থাকায় তারা বাধ্য হয়ে প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় অংশ নেন।

প্রসঙ্গত, গত বছর সিরাজগঞ্জে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল দুইটি। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে সাতটিতে, যা জেলার শিক্ষা খাতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!