যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে পালিত বিশ্ব শিক্ষক দিবস
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে পালিত বিশ্ব শিক্ষক দিবস
যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, সিরাজগঞ্জ এর উদ্যোগে বর্নাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫ অক্টোবরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম। দিবসটির প্রতিপাদ্য ছিল “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জব্বার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (সিরাজগঞ্জ সদর) এলিজা সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপির উপপরিচালক (মনিটরিং ও ইভ্যালুয়েশন বিভাগ) ও প্রকল্পের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। আলোচনা পর্বে অতিথি বক্তাদের পাশাপাশি বক্তব্য রাখেন বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হাজী আহমেদ আলী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, এবং জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
81
যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, সিরাজগঞ্জ এর উদ্যোগে বর্নাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ অক্টোবরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।
দিবসটির প্রতিপাদ্য ছিল “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জব্বার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (সিরাজগঞ্জ সদর) এলিজা সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপির উপপরিচালক (মনিটরিং ও ইভ্যালুয়েশন বিভাগ) ও প্রকল্পের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
আলোচনা পর্বে অতিথি বক্তাদের পাশাপাশি বক্তব্য রাখেন বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হাজী আহমেদ আলী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, এবং জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।