সিরাজগঞ্জে ৫ দফা দাবিতে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জে ৫ দফা দাবিতে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
৫ দফা দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সিরাজগঞ্জের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন। রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জের সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাসমাশিস সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৈমুর হাসান এর নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে শিক্ষকরা তাদের দাবি তুলেন ধরেন। শিক্ষকদের ৫ দফা দাবিসমূহ হলো: (ক) স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা (খ) সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান বাস্তবায়ন (গ) অনতিবিলম্বে উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র মর্যাদা রক্ষা (ঘ) বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং (ঙ) বকেয়া সিলেকশন গ্রেডে ও টাইমস্কেল মুঞ্জুরীর আদেশ প্রদান। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ অবহেলিত হয়ে আসছে। শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা পাচ্ছেন না। সরকারকে এসব দিক খেয়াল করে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে আহ্বান জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) খন্দকার আল মামুন, বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মহসিন নূরী,সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সিনিয়র শিক্ষক) জেসমিন আক্তার,সালেহা ইসাহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের (সহকারী শিক্ষক) সৈয়দ মাকসুদুল হাসান, সিনিয়র শিক্ষক জাহিদ হাসানসহ অন্যান্য সহকারী শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
111
৫ দফা দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সিরাজগঞ্জের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন।
রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জের সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাসমাশিস সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৈমুর হাসান এর নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে শিক্ষকরা তাদের দাবি তুলেন ধরেন।
শিক্ষকদের ৫ দফা দাবিসমূহ হলো: (ক) স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা (খ) সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান বাস্তবায়ন (গ) অনতিবিলম্বে উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র মর্যাদা রক্ষা (ঘ) বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং (ঙ) বকেয়া সিলেকশন গ্রেডে ও টাইমস্কেল মুঞ্জুরীর আদেশ প্রদান।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ অবহেলিত হয়ে আসছে। শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা পাচ্ছেন না। সরকারকে এসব দিক খেয়াল করে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে আহ্বান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) খন্দকার আল মামুন, বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মহসিন নূরী,সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সিনিয়র শিক্ষক) জেসমিন আক্তার,সালেহা ইসাহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের (সহকারী শিক্ষক) সৈয়দ মাকসুদুল হাসান, সিনিয়র শিক্ষক জাহিদ হাসানসহ অন্যান্য সহকারী শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।