শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম সরেজমিন পরিদর্শন করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে নির্দেশ দেন।
জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পূজামণ্ডপ সংশ্লিষ্টরা। তারা জানান, প্রশাসনের তৎপরতায় পূজার উৎসবমুখর পরিবেশ আরও নিরাপদ ও আনন্দময় হয়ে উঠেছে।
Tags: সিরাজগঞ্জ জেলা প্রশাসক