কুমারী পূজা আর মহাঅষ্টমীতে আনন্দময় সিরাজগঞ্জের পূজামণ্ডপ
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
কুমারী পূজা আর মহাঅষ্টমীতে আনন্দময় সিরাজগঞ্জের পূজামণ্ডপ
ঢাক-ঢোল-শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সিরাজগঞ্জের পূজামণ্ডপগুলো। শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল মহাসপ্তমীর পূজা শেষে আজ (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার পালিত হচ্ছে মহাঅষ্টমী। এদিনের প্রধান আকর্ষণ কুমারী পূজা ও সন্ধিপূজা। সকালে বিভিন্ন পূজামণ্ডপে কুমারী বালিকাকে দেবী রূপে পূজা করেছেন ভক্তরা। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। হিন্দুশাস্ত্র মতে, এক থেকে ১৬ বছর বয়সী অজাতপুষ্পা, সুলক্ষণা ও অবিবাহিত কুমারী বালিকাকে দেবী রূপে পূজা করার প্রচলন রয়েছে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট—মোট ৪৮ মিনিটব্যাপী এই পূজায় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। বিশ্বাস করা হয়, এই সময়েই দেবী দুর্গার হাতে মহিষাসুর ও শ্রী রামের হাতে রাবণ বধ হয়েছিল। জেলায় এবার ৫২৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা। আনসার, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্তৃপক্ষের সেচ্ছাসেবীরা মন্ডপগুলোতে অবস্থান নিয়েছে। সিরাজগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন উপজেলার মন্ডপের আশেপাশের আলোকসজ্জা উৎসবের পরিবেশ তৈরি করেছে। ভক্ত-দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন প্রতিটি মণ্ডপে। আগামীকাল নবমী পূজা এবং পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
158
ঢাক-ঢোল-শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সিরাজগঞ্জের পূজামণ্ডপগুলো। শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল মহাসপ্তমীর পূজা শেষে আজ (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার পালিত হচ্ছে মহাঅষ্টমী। এদিনের প্রধান আকর্ষণ কুমারী পূজা ও সন্ধিপূজা।
সকালে বিভিন্ন পূজামণ্ডপে কুমারী বালিকাকে দেবী রূপে পূজা করেছেন ভক্তরা। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। হিন্দুশাস্ত্র মতে, এক থেকে ১৬ বছর বয়সী অজাতপুষ্পা, সুলক্ষণা ও অবিবাহিত কুমারী বালিকাকে দেবী রূপে পূজা করার প্রচলন রয়েছে।
অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট—মোট ৪৮ মিনিটব্যাপী এই পূজায় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। বিশ্বাস করা হয়, এই সময়েই দেবী দুর্গার হাতে মহিষাসুর ও শ্রী রামের হাতে রাবণ বধ হয়েছিল।
জেলায় এবার ৫২৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা। আনসার, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্তৃপক্ষের সেচ্ছাসেবীরা মন্ডপগুলোতে অবস্থান নিয়েছে। সিরাজগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন উপজেলার মন্ডপের আশেপাশের আলোকসজ্জা উৎসবের পরিবেশ তৈরি করেছে। ভক্ত-দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন প্রতিটি মণ্ডপে। আগামীকাল নবমী পূজা এবং পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।