1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
তামান্না বুক ডিপো: তিন দশক বন্ধ থাকার পর আবার খুললো
নতুন সংবাদ
সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যালে চাকরি মেলা ২৮ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে সরস্বতী পূজা ও প্রতিমা বিসর্জন সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু নানা আয়োজনে মাছুমপুর ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি উদযাপন তাড়াশে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত জামায়াত সরকার গঠন করলে সিরাজগঞ্জ থেকে মন্ত্রী বানানোর ঘোষণা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ
                   
                       

তামান্না বুক ডিপো: তিন দশক বন্ধ থাকার পর আবার খুললো

আসাদুজ্জামান নূরী রানা
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
237

সিরাজগঞ্জ জেলার সাহিত্য-সংস্কৃতি চর্চার এক অনন্য নাম ‘তামান্না বুক ডিপো’। দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক বন্ধ থাকার পর অবশেষে আবারও খুললো এই প্রতিষ্ঠান। তামান্না বুক ডিপোর মালিক আলম খানের মৃত্যুর পর স্তব্ধ হয়ে গিয়েছিল প্রতিষ্ঠানটি, আজ তাঁরই বোন নতুন করে এর আলো জ্বালালেন।

ইতিহাসের সাক্ষী তামান্না বুক ডিপো

সত্তর ও আশির দশকের সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র ছিল তামান্না বুক ডিপো। এখানে বসেই গড়ে উঠেছে বহু কবি-সাহিত্যিকের প্রজন্ম। নিশাত খান, সাইফুল ইসলাম, শ ম শহীদুল ইসলাম, মোহন রায়হান, ইসহাক খান, ইকতিয়ার চৌধুরী, ইমতিয়াজ শামীম প্রমুখ লেখক-কবিদের সাহিত্যচর্চার সূতিকাগার ছিল এই বুক ডিপো।

শুধু কবি-সাহিত্যিক নন, তৎকালীন সময়ের নামকরা রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ভিড় জমাতেন এখানে। বলা চলে, তামান্না বুক ডিপো হয়ে উঠেছিল সিরাজগঞ্জের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র।

আলম খানের নীরব আলোকবর্তিকা

তামান্না বুক ডিপো মানেই ছিল এক নিবেদিত প্রাণ মানুষ—আলম খান। নীরব কিন্তু উদ্যমী এই সাহিত্যপ্রেমীর হাত ধরেই বুক ডিপো হয়ে উঠেছিল সংস্কৃতির বাতিঘর। তাঁর উদ্যোগেই যুদ্ধোত্তর সময়ে প্রকাশিত হয়েছিল সিরাজগঞ্জের প্রথম সাহিত্য মাসিক ‘প্রভাতী’, যার সম্পাদনায় ছিলেন আমিরুল ইসলাম মুকুল।

আলম খান ছিলেন নেপথ্যের নায়ক। যিনি শুধু বই বিক্রেতা ছিলেন না; তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা, ছিলেন সাহিত্যের আস্থাভাজন।

সাহিত্যচর্চার নতুন অধ্যায়

প্রায় চার দশক পর বুক ডিপোটি আবারও চালু হওয়ায় সিরাজগঞ্জের সংস্কৃতিমনা মানুষদের মাঝে ফিরেছে উৎসাহের জোয়ার। বই বিক্রির পাশাপাশি এখানে যেন আবারও শুরু হয় সাহিত্য আড্ডা, কবিতা পাঠ, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ড—এমন প্রত্যাশা করছেন সংস্কৃতিপ্রেমিরা।

সিরাজগঞ্জের অনেকেই বলছেন, তামান্না বুক ডিপো যদি কেবল বইয়ের দোকান না হয়ে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পুনরুজ্জীবিত হয়, তবে আগের সেই জৌলুস ও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

ভবিষ্যতের প্রত্যাশা

তামান্না বুক ডিপো আবার জেগে উঠেছে। এখন দরকার নতুন প্রজন্মকে যুক্ত করা, তাদের সাহিত্য-সংস্কৃতির প্রতি আকৃষ্ট করা। এই বুক ডিপো যদি হয়ে ওঠে মুক্তচিন্তার উন্মুক্ত প্রাঙ্গণ, তবে তা কেবল সিরাজগঞ্জ নয়, গোটা দেশের সাহিত্য-সংস্কৃতির ভুবনকেও সমৃদ্ধ করবে।
তামান্না বুক ডিপো সিরাজগঞ্জ
তামান্না বুক ডিপোর নবযাত্রা আমাদের মনে করিয়ে দেয়—বই, সাহিত্য ও সংস্কৃতি কখনো মরে না; কেবল নতুন প্রাণের ছোঁয়ায় আবার জেগে ওঠে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!