সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের পাশে ফুলজোড় করতোয়া নদীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ ২০২৫-এর ফাইনাল পর্ব। বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ শহীদ গিয়াস উদ্দীন স্মৃতি সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার মোট ১৪টি পানসি নৌকা অংশ নেয়। চূড়ান্ত পর্বে উল্লাপাড়া উপজেলার কৌবর্তগাঁতী গ্রামের একতা এক্সপ্রেস প্রথম স্থান অর্জন করে। পাবনা জেলার স্বপ্নের তরী এক্সপ্রেস দ্বিতীয় এবং শাহজাদপুর উপজেলার আল মদিনা এক্সপ্রেস তৃতীয় স্থান লাভ করে। ফাইনাল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য এম. আকবর আলী। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার। বিজয়ী নৌকার মালিকদের হাতে যথাক্রমে ১২৫ সিসি, ১০০ সিসি ও ৮০ সিসি মোটরসাইকেল তুলে দেন প্রধান অতিথি এম. আকবর আলী। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও হাজারো দর্শক উপস্থিত থেকে নৌকা বাইচ উপভোগ করেন।
97
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের পাশে ফুলজোড় করতোয়া নদীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ ২০২৫-এর ফাইনাল পর্ব। বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ শহীদ গিয়াস উদ্দীন স্মৃতি সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার মোট ১৪টি পানসি নৌকা অংশ নেয়। চূড়ান্ত পর্বে উল্লাপাড়া উপজেলার কৌবর্তগাঁতী গ্রামের একতা এক্সপ্রেস প্রথম স্থান অর্জন করে। পাবনা জেলার স্বপ্নের তরী এক্সপ্রেস দ্বিতীয় এবং শাহজাদপুর উপজেলার আল মদিনা এক্সপ্রেস তৃতীয় স্থান লাভ করে।
ফাইনাল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য এম. আকবর আলী। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার।
বিজয়ী নৌকার মালিকদের হাতে যথাক্রমে ১২৫ সিসি, ১০০ সিসি ও ৮০ সিসি মোটরসাইকেল তুলে দেন প্রধান অতিথি এম. আকবর আলী।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও হাজারো দর্শক উপস্থিত থেকে নৌকা বাইচ উপভোগ করেন।