শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সিরাজগঞ্জসহ সারাদেশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশকে দেওয়া হয়েছে ৩৫টি বিশেষ নির্দেশনা। জেলার ৫২৫টি মণ্ডপে এবার দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
পূজা মণ্ডপ, প্রতিমা নির্মাণ, পরিবহন ও বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশকে দেওয়া নির্দেশনার মধ্যে প্রাক-পূজার ১১টি, পূজাকালীন ১৬টি ও প্রতিমা বিসর্জন ও পরবর্তী সময়ের জন্য রয়েছে ৮টি নির্দেশনা।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—
– প্রতিটি পূজা মণ্ডপ ও নির্মাণাধীন প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা
– প্রতিটি থানার ওসিকে প্রতিটি মণ্ডপ পরিদর্শন করতে হবে এবং আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ রাখতে হবে
– নির্মাণস্থলে সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরা স্থাপন ও তদারকি করার নির্দেশ
– প্রতিমা পরিবহনের সময় আয়োজক কমিটির ভেটিং-প্রক্রিয়ায় যাচাইকৃত স্বেচ্ছাসেবক নিয়োগ
– নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম মনিটর করা এবং জামিনে মুক্তিপ্রাপ্ত সদস্যদের ওপর অতিরিক্ত নজরদারি
– পূজা মণ্ডপে দেহ তল্লাশি (নারীদের ক্ষেত্রে নারী স্বেচ্ছাসেবক দ্বারা), আলাদা প্রবেশ ও প্রস্থান পথ ব্যবস্থা, হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে স্থাপন ইত্যাদি
বিসর্জনের সময় প্রতিমা নিয়ে শহর প্রদক্ষিণ না করে নির্ধারিত রুটে বিসর্জন স্থানে নিয়ে যাওয়া, স্থানীয় প্রশাসনের নির্দেশনায় সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন কার্যক্রম শেষ করা এবং প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জেলার প্রতিটি পূজা মণ্ডপে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা আয়োজক কমিটি, প্রশাসন ও পুলিশ সমন্বিতভাবে কাজ করবে যাতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
Tags: দুর্গাপূজা, দুর্গাপূজায় সিরাজগঞ্জ