বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’-র অডিশন পর্ব শুরু হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত প্রতিযোগীরা এ অডিশনে অংশগ্রহণ করবে। বিটিভির দেওয়া তথ্য অনুযায়ী, আঞ্চলিক পর্যায়ের অডিশন চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আঞ্চলিক পর্বে যারা ‘ইয়েস কার্ড’ পাবেন, তারা বিভাগীয় অডিশনে অংশগ্রহণের সুযোগ পাবেন। সিরাজগঞ্জ কোন গ্রুপে? সিরাজগঞ্জ জেলা রাজশাহী-২ গ্রুপে (বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ) অন্তর্ভুক্ত। এ গ্রুপের আঞ্চলিক অডিশন অনুষ্ঠিত হবে বগুড়া শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। এই গ্রুপে মোট ৫১৭ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন (পুরো তালিকা দেখতে ক্লিক করুন)। তাদের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অডিশন চলবে। নির্ধারিত দিনের প্রতিযোগীরা অডিশন শেষ না হওয়া পর্যন্ত পর্ব চলবে। কোন কোন বিষয়ে প্রতিযোগিতা? ‘নতুন কুঁড়ি’-তে এবারের প্রতিযোগিতা হবে মোট ৯টি বিষয়ে— ১. অভিনয় ২. আবৃত্তি ৩. গল্প বলা/কৌতুক ৪. সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য ৫. দেশাত্মবোধক গান/ আধুনিক গান ৬. রবীন্দ্রসংগীত ৭. নজরুলসংগীত ৮. লোকসংগীত ৯. হামদ-নাত বয়সভিত্তিক দুটি শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে— ‘ক’ শাখা (৬-১১ বছর) ও ‘খ’ শাখা (১১-১৫ বছর) পরবর্তী ধাপ আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণরা অংশ নেবেন বিভাগীয় অডিশনে, যা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। এরপর বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীরা সরাসরি অংশ নেবেন বিটিভি ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপে। অডিশনের তারিখ ও সময় আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। পাশাপাশি বিটিভির ওয়েবসাইট এবং টিভি স্ক্রলে এ সংক্রান্ত তথ্য প্রচারিত হবে। সিরাজগঞ্জের অনেক প্রতিভাবান শিশু-কিশোর এবারের ‘নতুন কুঁড়ি’-তে অংশ নিচ্ছে। জেলার অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীরা আশা করছেন, তাদের সন্তানরা প্রতিভার স্বাক্ষর রেখে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্বে সফলতা অর্জন করবে।
158
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’-র অডিশন পর্ব শুরু হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত প্রতিযোগীরা এ অডিশনে অংশগ্রহণ করবে।
বিটিভির দেওয়া তথ্য অনুযায়ী, আঞ্চলিক পর্যায়ের অডিশন চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আঞ্চলিক পর্বে যারা ‘ইয়েস কার্ড’ পাবেন, তারা বিভাগীয় অডিশনে অংশগ্রহণের সুযোগ পাবেন।
সিরাজগঞ্জ কোন গ্রুপে?
সিরাজগঞ্জ জেলা রাজশাহী-২ গ্রুপে (বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ) অন্তর্ভুক্ত। এ গ্রুপের আঞ্চলিক অডিশন অনুষ্ঠিত হবে বগুড়া শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।
এই গ্রুপে মোট ৫১৭ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন (পুরো তালিকা দেখতে ক্লিক করুন)। তাদের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অডিশন চলবে। নির্ধারিত দিনের প্রতিযোগীরা অডিশন শেষ না হওয়া পর্যন্ত পর্ব চলবে।
কোন কোন বিষয়ে প্রতিযোগিতা?
‘নতুন কুঁড়ি’-তে এবারের প্রতিযোগিতা হবে মোট ৯টি বিষয়ে—
১. অভিনয় ২. আবৃত্তি ৩. গল্প বলা/কৌতুক ৪. সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য ৫. দেশাত্মবোধক গান/ আধুনিক গান ৬. রবীন্দ্রসংগীত ৭. নজরুলসংগীত ৮. লোকসংগীত ৯. হামদ-নাত
বয়সভিত্তিক দুটি শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে— ‘ক’ শাখা (৬-১১ বছর) ও ‘খ’ শাখা (১১-১৫ বছর)
পরবর্তী ধাপ
আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণরা অংশ নেবেন বিভাগীয় অডিশনে, যা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। এরপর বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীরা সরাসরি অংশ নেবেন বিটিভি ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপে।
অডিশনের তারিখ ও সময় আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। পাশাপাশি বিটিভির ওয়েবসাইট এবং টিভি স্ক্রলে এ সংক্রান্ত তথ্য প্রচারিত হবে।
সিরাজগঞ্জের অনেক প্রতিভাবান শিশু-কিশোর এবারের ‘নতুন কুঁড়ি’-তে অংশ নিচ্ছে। জেলার অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীরা আশা করছেন, তাদের সন্তানরা প্রতিভার স্বাক্ষর রেখে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্বে সফলতা অর্জন করবে।