পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে শহিদ শিহাব অডিটোরিয়ামে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, সদস্য সচিব, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি-২০২৫, এবং মোঃ সাইদুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান বাচ্চু, প্রেসিডেন্ট, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ, হারুন অর রশিদ খান হাসান, সভাপতি, প্রেস ক্লাব এবং মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, আদর্শ শিক্ষক ফেডারেশন, সিরাজগঞ্জ শাখা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর এ.কে.এম. জাহাঙ্গীর আলম, আহ্বায়ক, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি-২০২৫। সঞ্চালনা করেন মোহাম্মদ কুতুব উদ্দিন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Tags: মিলাদুন্নবী, সিরাজগঞ্জ সরকারি কলেজ