বাংলাদেশ জাতীয় ফুটবল লীগ ২০২৫-এ অংশগ্রহণের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা ফুটবল টিমের বাছাই পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ফুটবল খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ বাছাই প্রক্রিয়ায় সেরা দল গঠনের উদ্যোগ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।
৯ সেপ্টেম্বর শহীদ সামসুদ্দিন স্টেডিয়ামে এই বাছাই অনুষ্ঠিত হয়। বাছাই প্রক্রিয়ায় জেলার ফুটবল কোচদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির দফতর সম্পাদক ও ক্রীড়া সংগঠক তানভীর মাহমুদ পলাশ।
বাছাই পর্ব শেষে সিরাজগঞ্জ জেলা দল শেরপুর জেলার বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক দুই ম্যাচে মুখোমুখি হবে। প্রথম ম্যাচ শেরপুরে ১০ সেপ্টেম্বর ও পরের ম্যাচ সিরাজগঞ্জে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
দুই দলের মধ্যে জয়ী দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। ফলে বাছাইপর্বকে ঘিরে খেলোয়াড়দের পাশাপাশি ফুটবলপ্রেমীদের মধ্যেও উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের জাতীয় মঞ্চে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন। খেলোয়াড়রাও নিজেদের সর্বোচ্চ দিয়ে দলকে এগিয়ে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।
Tags: ডিসি ফুটবল, সিরাজগঞ্জ জেলা দল