বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল বাহারকে (৩০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইকবাল সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুল করিমের ছেলে। রোববার ৭ সেপ্টেম্বর সকালে পুলিশ ফিলিং স্টেশনের ভেতর একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। হত্যার ঘটনায় ওই পাম্পের তেল সরবরাহকারী রতন মিঞা (২৬) জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। রতনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল বাহার গত চার বছর ধরে ফিলিং স্টেশনে চাকরি করছিলেন। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তবে কী কারণে তাকে খুন করা হয়েছে তা এখনো জানা যায়নি। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, লাশের পাশ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইকবালকে গলা কেটে হত্যার পর পালিয়ে গেছেন কর্মচারী রতন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি। রোববার দুপুরে সংগঠনের একটি প্রতিনিধিদল বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে এই দাবি জানায়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান এ সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
60
বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল বাহারকে (৩০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইকবাল সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
রোববার ৭ সেপ্টেম্বর সকালে পুলিশ ফিলিং স্টেশনের ভেতর একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। হত্যার ঘটনায় ওই পাম্পের তেল সরবরাহকারী রতন মিঞা (২৬) জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। রতনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল বাহার গত চার বছর ধরে ফিলিং স্টেশনে চাকরি করছিলেন। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তবে কী কারণে তাকে খুন করা হয়েছে তা এখনো জানা যায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, লাশের পাশ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইকবালকে গলা কেটে হত্যার পর পালিয়ে গেছেন কর্মচারী রতন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি। রোববার দুপুরে সংগঠনের একটি প্রতিনিধিদল বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে এই দাবি জানায়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান এ সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।