সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাসিল রঘুনাথপুর গ্রামে ডোবার পানিতে ডুবে তানজিলা (১৮) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের দুলাল তালুকদারের মেয়ে। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে তানজিলা বাড়ির পাশের ডোবায় কাপড় ধুতে যান। এ সময় তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
Tags: পানিতে ডুবে মৃত্যু, রায়গঞ্জ