আজকের দিনে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ইয়ারবাড—সবকিছুই নির্ভর করছে চার্জের ওপর। অফিসে কিংবা বাইরে হঠাৎ ফোন বন্ধ হয়ে গেলে সঙ্গে থাকা পাওয়ার ব্যাংক অনেক সময় জীবন বাঁচানোর মতো কাজ করে।
কিন্তু জানেন কি, এই ছোট্ট ডিভাইসটি ভুলভাবে ব্যবহার করলে তা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে?
ভুল ব্যবহারে কী কী সমস্যা হতে পারে
১. সস্তা ও নকল পাওয়ার ব্যাংক কিনবেন না,
লোকাল বা ব্র্যান্ডবিহীন সস্তা পাওয়ার ব্যাংকে মানসম্মত সার্কিট সুরক্ষা থাকে না। এগুলো অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটাতে পারে।

২. লিথিয়াম ব্যাটারি মানেই সতর্কতা, পাওয়ার ব্যাংকে ব্যবহৃত লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি তাপ, শর্ট সার্কিট বা ভেজা পরিবেশে বিপজ্জনক হয়ে উঠতে পারে।
৩. রোদে বা ভেজা জায়গায় ফেলে রাখা বিপজ্জনক
অতিরিক্ত গরম বা আর্দ্র পরিবেশে রাখলে ব্যাটারির ভেতরের রাসায়নিক বিক্রিয়া বেড়ে যায়, যা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়।
৪. একই কেবল দিয়ে ফোন ও পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া ভুল কাজ, এতে চার্জিং স্পিডে সমস্যা হয়, এমনকি ফোন ও পাওয়ার ব্যাংক উভয়েরই ক্ষতি হতে পারে।

৫. সর্বক্ষণ চার্জে লাগিয়ে রাখা যাবে না
এভাবে ব্যবহার করলে ব্যাটারির আয়ু কমে যায় এবং অতিরিক্ত গরম হয়ে বিপজ্জনক হতে পারে।
পাওয়ার ব্যাংক নিরাপদে ব্যবহারের টিপস
– সবসময় যাচাই করা ব্র্যান্ড থেকে কিনুন।
– ওভারচার্জ ও শর্ট সার্কিট প্রতিরোধক সুবিধাযুক্ত মডেল ব্যবহার করুন।
– রোদে বা গরম জায়গায় ফেলে রাখবেন না।
– ভেজা হাতে বা ভেজা পরিবেশে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন।
প্রযুক্তির এই যুগে পাওয়ার ব্যাংক অবশ্যই আমাদের ভরসার সঙ্গী। তবে সঠিকভাবে ব্যবহার না করলে এই ছোট্ট যন্ত্রই হয়ে উঠতে পারে ভয়ংকর বিপদ। তাই সচেতন ব্যবহারই পারে আপনার জীবন ও সম্পদকে নিরাপদ রাখতে।
Tags: পাওয়ার ব্যাংক