বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সর্বোচ্চ আদালত থেকে মিথ্যা মামলায় খালাস পাওয়ার পর সিরাজগঞ্জ জেলা বিএনপি শুকরিয়া মোনাজাতের কর্মসূচি ঘোষণা করেছে।
জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার (তারিখ) বাদ জোহর সিরাজগঞ্জ জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মোট ৬০০ এলাকার মসজিদে শুকরিয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ মাগরিব জেলা শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে দোয়া ও শুকরিয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এসব কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেছেন।
উল্লেখ্য, দুর্নীতির মামলায় ৯ বছরের কারাদণ্ড পাওয়া মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) তাদের আপিল মঞ্জুর করে আপিল বিভাগ এ রায় দিয়েছেন। এরমধ্য দিয়ে বাতিল হয়েছে হাইকোর্টের রায়ও।
Tags: ইকবাল হাসান মাহমুদ টুকু