সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শিক্ষানুরাগী এম. আকবর আলী। বোয়ালিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাবের সভাপতি ডা. আব্দুল লতিফ, জেলা বিএনপির অন্যতম সদস্য আসলাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ প্রমুখ।
ফাইনাল খেলায় রেজাউল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে লাবু মিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
খেলার সভাপতিত্ব করেন বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর জোয়াদ্দার। ম্যাচ পরিচালনা করেন বোয়ালিয়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও সাধারণ সম্পাদক শামছুল হক শাহীন।
Tags: উল্লাপাড়া, ফুটবল টুর্নামেন্ট