ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হেল্প ডেস্ক স্থাপন করে সেবা দিয়েছে। ২৯ আগস্ট তারা এ সেবা প্রদান করেছে। সংগঠন সূত্রে এ তথ্য জানা গেছে। এতে পরীক্ষার্থীদের মোবাইল, ছাতা ও ব্যাগ রাখার সুবিধা, বিনামূল্যে পানি ও স্যালাইন সরবরাহ এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়। পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
111
ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হেল্প ডেস্ক স্থাপন করে সেবা দিয়েছে।
২৯ আগস্ট তারা এ সেবা প্রদান করেছে। সংগঠন সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে পরীক্ষার্থীদের মোবাইল, ছাতা ও ব্যাগ রাখার সুবিধা, বিনামূল্যে পানি ও স্যালাইন সরবরাহ এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়। পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।