সিরাজগঞ্জে ফুটবলের উন্মাদনা ফেরাতে শুরু হয়েছে মাসব্যাপী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ঐতিহ্যবাহী হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয় মাঠে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরি, মোঃ নাজমুল হাসান তালুকদার (রানা), অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি মোঃ শামীম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা, জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজা খানম, আব্দুল্লাহ আল-মাহমুদ অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম এবং ২নং বাগবাটী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ সোহেল রানা। সভাপতিত্ব করেন টুর্নামেন্টের সভাপতি মোঃ জহুরুল হক মন্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেলাধুলার প্রকৃত অভিভাবক ছিলেন। খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারে। বিএনপি সবসময় ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি রুমানা মোর্শেদ কনক চাঁপা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার অন্যতম শক্তিশালী মাধ্যম। এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করবে।

আয়োজকরা জানান, উত্তরবঙ্গের ১৬ জেলার ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মাসব্যাপী এ আয়োজন প্রতিদিন ফুটবলপ্রেমীদের জন্য বয়ে আনবে নতুন উন্মাদনা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে।
Tags: ফুটবল টুর্নামেন্ট