সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউটের উদ্যোগে টিউবওয়েল স্থাপন
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউটের উদ্যোগে টিউবওয়েল স্থাপন
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া বাজারে সেবা মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ১৮তম টিউবওয়েল স্থাপন করা হয়েছে। ২৯ আগস্ট সেবা মুক্ত স্কাউটের সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন এ টিউবওয়েল থেকে প্রতিদিন স্থানীয় বাসিন্দা ও বাজারে আগত হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানির সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া পাশেই অবস্থিত মসজিদের মুসল্লিরা ওযুর সুবিধাও পাবেন। সেবা মুক্ত স্কাউট গ্রুপের নেতৃবৃন্দ জানান, মানুষের মৌলিক চাহিদা পূরণে পাশে থেকে কাজ করা তাদের অন্যতম দায়িত্ব। এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত হতে পেরে তারা গর্বিত। এছাড়া সংগঠনের পক্ষ থেকে সকল স্কাউট, রোভার লিডার ও সদস্যদের ধন্যবাদ জানানো হয়েছে, যারা সর্বদা এ ধরনের সমাজসেবামূলক কাজে সহযোগিতা করে যাচ্ছেন।
97
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া বাজারে সেবা মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ১৮তম টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
২৯ আগস্ট সেবা মুক্ত স্কাউটের সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন এ টিউবওয়েল থেকে প্রতিদিন স্থানীয় বাসিন্দা ও বাজারে আগত হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানির সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া পাশেই অবস্থিত মসজিদের মুসল্লিরা ওযুর সুবিধাও পাবেন।
সেবা মুক্ত স্কাউট গ্রুপের নেতৃবৃন্দ জানান, মানুষের মৌলিক চাহিদা পূরণে পাশে থেকে কাজ করা তাদের অন্যতম দায়িত্ব। এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত হতে পেরে তারা গর্বিত।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে সকল স্কাউট, রোভার লিডার ও সদস্যদের ধন্যবাদ জানানো হয়েছে, যারা সর্বদা এ ধরনের সমাজসেবামূলক কাজে সহযোগিতা করে যাচ্ছেন।