বাগবাটিতে শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
বাগবাটিতে শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হতে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫। শুক্রবার (২৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে দুর্দান্ত শেরপুর একাডেমি ও গাইবান্ধা একাডেমি। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্ট উপলক্ষে মাঠজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঝে শৃঙ্খলা, দলীয় চেতনা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে। উদ্বোধনী দিনে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীকে খেলা উপভোগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
91
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হতে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
শুক্রবার (২৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হবে।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে দুর্দান্ত শেরপুর একাডেমি ও গাইবান্ধা একাডেমি। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্ট উপলক্ষে মাঠজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঝে শৃঙ্খলা, দলীয় চেতনা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে।
উদ্বোধনী দিনে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীকে খেলা উপভোগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।