প্রযুক্তি দিয়ে সিরাজগঞ্জ পুলিশের সাফল্য, চুরির স্বর্ণসহ গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জ পুলিশ থানা
প্রযুক্তি দিয়ে সিরাজগঞ্জ পুলিশের সাফল্য, চুরির স্বর্ণসহ গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্রি মহল্লায় স্বর্ণালংকার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জের পুলিশ তদন্ত ও অভিযান চালিয়ে কাদের গ্রেপ্তার করে। সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তাররা হলেন রেলওয়ে কলোনীর শাহাদৎ হোসেন কুটুম (৪০) ও টাঙ্গাইলের কালিহাতির সবুজ মিয়া (৩৫)। ওসি মোখলেছুর রহমান জানান, গত ১৬ আগস্ট রাতে রেজাউল করিম রোকনির বাসায় প্রায় ২৫ ভরি স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।
110
সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্রি মহল্লায় স্বর্ণালংকার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জের পুলিশ তদন্ত ও অভিযান চালিয়ে কাদের গ্রেপ্তার করে।
সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন রেলওয়ে কলোনীর শাহাদৎ হোসেন কুটুম (৪০) ও টাঙ্গাইলের কালিহাতির সবুজ মিয়া (৩৫)।
ওসি মোখলেছুর রহমান জানান, গত ১৬ আগস্ট রাতে রেজাউল করিম রোকনির বাসায় প্রায় ২৫ ভরি স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
তাদের স্বীকারোক্তির ভিত্তিতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।