সিরাজগঞ্জ সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ‘ড্রাইভিং উইথ অটো-মেকানিকস ট্রেড’ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু করেছে। অক্টোবর–ডিসেম্বর/২০২৫ সেশনের জন্য শুরু হতে যাওয়া কোর্সটি একদম ফ্রি এবং ট্রেনিং চলাকালীন অংশগ্রহণকারীদের প্রতিদিন ভাতা প্রদান করা হবে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হচ্ছে। ৩ মাস মেয়াদী এই কোর্সে অংশগ্রহণকারীরা শুধু ড্রাইভিং নয়, সাথে সাথে গাড়ির প্রাথমিক যান্ত্রিক জ্ঞানও অর্জন করবেন। এতে করে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি হিসেবে তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং অক্টোবর থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত যোগাযোগ করতে হবে। কোর্স সফলভাবে শেষ করলে লার্ণার ও লাইসেন্স ফি প্রদান করবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ।
কেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রশিক্ষণ শেষ করে অনেকে ইতোমধ্যে বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। স্থানীয় পর্যায়েও দক্ষ ড্রাইভারদের চাহিদা ক্রমেই বাড়ছে। ফলে এ ধরনের প্রশিক্ষণ তরুণ সমাজকে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বেকারত্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যোগাযোগের ঠিকানা: কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মুলিবাড়ি, সায়দাবাদ, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ ফোন: ০১৭৮৪১০৯৭০১
বিজ্ঞপ্তিটি এখানে-

Tags: কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ড্রাইভিং কোর্সে ভর্তি