সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে ৭ প্রতিষ্ঠানকে বরাদ্দপত্র প্রদান
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে ৭ প্রতিষ্ঠানকে বরাদ্দপত্র প্রদান
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সিরাজগঞ্জ শিল্পপার্কের শিল্পপ্লটের বরাদ্দপত্র সাত উদ্যোক্তাদের হাতে তুলে দিয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিসিকের তেজগাঁও কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বরাদ্দপত্র প্রদান করেন। দেশের স্বনামধন্য ৭টি প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দপত্র প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো— কাইজার নীট ওয়্যার লিমিটেড, আইরিশ ফেব্রিক্স লিমিটেড, আইরিন ফ্যাশন লিমিটেড, পদ্মা এগ্রো স্প্রেয়ার্স কোং লিমিটেড, রেমো কেমিক্যাল লিমিটেড, কাজী ফার্মস লিমিটেড এবং জিলানী অয়েল মিল। কাজী ফার্মস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর অনুষ্ঠানে বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, এবারই প্রথম কোনো সরকারি প্রতিষ্ঠানের জমি বরাদ্দ পেলাম। এজন্য বিসিককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা দ্রুতই ফিড মিল স্থাপনের কাজ শুরু করব। এখানকার উৎপাদিত পণ্য সারাদেশে সরবরাহ করা হবে এবং সুযোগ পেলে বিদেশেও রপ্তানি করা হবে। একই সঙ্গে আমরা দ্রুত গ্যাস সংযোগ পাওয়ার প্রত্যাশা করছি।” উদ্যোক্তাদের উদ্দেশে বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, “আপনারা দেশের স্বনামধন্য উদ্যোক্তা। দেশের উন্নয়নে আপনাদের অবদান যেমন অপরিসীম, তেমনি দেশের প্রতি আপনাদের দায়িত্বও অনেক। আপনাদের দেখে ক্ষুদ্র উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে এবং এগিয়ে যাবে।” বিসিক প্রধান কার্যালয়ে প্লটের বরাদ্দপত্র হস্তান্তর উল্লেখ্য, ৪০০ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এ শিল্পপার্কে মোট ৮২৯টি শিল্পপ্লট রয়েছে। দেশীয় উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত ২৭৯টি শিল্পপ্লটের মধ্যে ইতোমধ্যে ৭৯টি শিল্পপ্রতিষ্ঠানের মাঝে ১৯২টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বিদেশি উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত শিল্পপ্লটের বরাদ্দ কার্যক্রমও খুব শিগগির শুরু হবে বলে বিসিক জানিয়েছে।
229
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সিরাজগঞ্জ শিল্পপার্কের শিল্পপ্লটের বরাদ্দপত্র সাত উদ্যোক্তাদের হাতে তুলে দিয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিসিকের তেজগাঁও কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বরাদ্দপত্র প্রদান করেন।
দেশের স্বনামধন্য ৭টি প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দপত্র প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো— কাইজার নীট ওয়্যার লিমিটেড, আইরিশ ফেব্রিক্স লিমিটেড, আইরিন ফ্যাশন লিমিটেড, পদ্মা এগ্রো স্প্রেয়ার্স কোং লিমিটেড, রেমো কেমিক্যাল লিমিটেড, কাজী ফার্মস লিমিটেড এবং জিলানী অয়েল মিল।
কাজী ফার্মস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর অনুষ্ঠানে বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, এবারই প্রথম কোনো সরকারি প্রতিষ্ঠানের জমি বরাদ্দ পেলাম। এজন্য বিসিককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা দ্রুতই ফিড মিল স্থাপনের কাজ শুরু করব। এখানকার উৎপাদিত পণ্য সারাদেশে সরবরাহ করা হবে এবং সুযোগ পেলে বিদেশেও রপ্তানি করা হবে। একই সঙ্গে আমরা দ্রুত গ্যাস সংযোগ পাওয়ার প্রত্যাশা করছি।”
উদ্যোক্তাদের উদ্দেশে বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, “আপনারা দেশের স্বনামধন্য উদ্যোক্তা। দেশের উন্নয়নে আপনাদের অবদান যেমন অপরিসীম, তেমনি দেশের প্রতি আপনাদের দায়িত্বও অনেক। আপনাদের দেখে ক্ষুদ্র উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে এবং এগিয়ে যাবে।” বিসিক প্রধান কার্যালয়ে প্লটের বরাদ্দপত্র হস্তান্তর
উল্লেখ্য, ৪০০ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এ শিল্পপার্কে মোট ৮২৯টি শিল্পপ্লট রয়েছে। দেশীয় উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত ২৭৯টি শিল্পপ্লটের মধ্যে ইতোমধ্যে ৭৯টি শিল্পপ্রতিষ্ঠানের মাঝে ১৯২টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বিদেশি উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত শিল্পপ্লটের বরাদ্দ কার্যক্রমও খুব শিগগির শুরু হবে বলে বিসিক জানিয়েছে।