সিরাজগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ২ কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জের সলংগা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুসলিম নগর গ্রামের সাহাজুল বিশ্বাস (৪৮) ও সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বুলবুল হোসেন (৬২)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জের সলংগা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ সাহাজুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এদিকে ওইদিন বিকেলে তাড়াশ উপজেলার কালুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২১০ পিচ ইয়াবাসহ বুলবুল হোসেনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
49
সিরাজগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ২ কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জের সলংগা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুসলিম নগর গ্রামের সাহাজুল বিশ্বাস (৪৮) ও সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বুলবুল হোসেন (৬২)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জের সলংগা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ সাহাজুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এদিকে ওইদিন বিকেলে তাড়াশ উপজেলার কালুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২১০ পিচ ইয়াবাসহ বুলবুল হোসেনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।