1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
চ্যাটজিপিটি ৫: ভবিষ্যৎ এখন আপনার হাতের মুঠোয়!
নতুন সংবাদ
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিতর্ক, ৫০ জনের পদত্যাগ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবলের উদ্বোধন বিপিএল নিলামে দল পেলেন সিরাজগঞ্জের দুই তরুণ তারকা ক্রিকেটার জামায়াত আপনাদের সঙ্গে মুনাফিকি করছে: টুকু সিরাজগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৩০ জন আহত ড্যাব সিরাজগঞ্জ শাখা কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সাইদুর রহমান বাচ্চু ঐতিহাসিক গাড়াদাহ মাঠে ফাইনালে চ্যাম্পিয়ন সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত সিরাজগঞ্জের দুই উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
                   
                       

চ্যাটজিপিটি ৫: ভবিষ্যৎ এখন আপনার হাতের মুঠোয়!

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
174

প্রযুক্তি জগতে আরেকটি বড় বিপ্লব নিয়ে আসতে যাচ্ছে ওপেন এআইয়ের এর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল চ্যাটজিপিটি ৫ (GPT-5)। আগের চেয়ে অনেক বেশি স্মার্ট, ব্যক্তিগত সহকারী হিসেবে চ্যাটজিপিটি ৫ আরও উপযোগী, একেবারেই স্বপ্নের মতো!

আগস্ট ৭, ২০২৫ এ তারিখে প্রকাশিত জিপিটি ৫ বিভিন্ন পেশার মানুষদের মধ্যে আলোচনায় এসেছে।

বিভিন্ন তথ্যানুসারে দেখে নিন চ্যাটজিপিটি ৫ এর ১২টি অসাধারণ ফিচার:

১. ডেভেলপার টার্বো প্যাক

জিপিটি ৫ এখন একসাথে ৩টি ভার্সন নিয়ে এসেছে — জিপিটি ৫ (মূল ভার্সন), মিনি ও ন্যানো। ন্যানো ভার্সনটি ২৫ গুণ সস্তা, কিন্তু নির্দিষ্ট কাজের জন্য যথেষ্ট দক্ষ। যেমন: মোবাইল অ্যাপে কাস্টম বট, লোকাল ডিভাইসে এআই ফিচার। সক্ষমতা অনুসারে সবশ্রেণির ডেভেলপারদের জন্য এটি দারুণ সুযোগ।

২. পার্সোনালিটি ও থিম সুইচ

এক ক্লিকে বদলে ফেলা যাবে জিপিটির ব্যবহারভঙ্গি। মজার টোন চাইলে সেট করুন “funny”, আবার সিরিয়াস কোচ চাইলে “motivational”। নতুন করে আর আলাদা আলাদা প্রম্পট লেখার দরকার নেই। মানে আপনার মেজাজ অনুসারে সহকারীর আচার ব্যবহারও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।

৩. স্টাডি + লার্নিং মোড

আপনার নিজস্ব টিউটর হবে এখন এআই। উদাহরণ: “পাটিগণিত শেখাও” বললেই ধাপে ধাপে শেখাবে, প্রশ্ন করবে, ভুল ধরিয়ে দেবে। ঠিকমতো প্রম্পট দিতে পারলে বেচে যাবে টিউটরের কাছে পড়ার বাড়তি খরচ।

৪. স্মার্ট পার্সোনাল মেমোরি

এআই এখন আপনার জন্মদিন, মিটিং, প্রিয় খাবার—সব মনে রাখবে। যেমন: “আগামী সপ্তাহে আমার ভাইয়ের জন্মদিন” — জিপিটি মনে রাখবে এবং সময়মতো রিমাইন্ড করবে।

৫. থট আউটলাইন ফিচার

কোনো লেখা বা প্রজেক্ট শুরু করার আগে একটি পূর্ণাঙ্গ রূপরেখা দেবে। আপনি চাইলে তা সম্পাদনা করেও নিতে পারবেন। এছাড়া বিস্তারিত বাজেট, কীভাবে তা বাস্তবায়ন করবেন, সবই তৈরি করে দেবে।

৬. ইমেইল ও ক্যালেন্ডার অটোমেশন

জিপিটি ৫ এখন আপনার ইনবক্স ও ক্যালেন্ডার ম্যানেজ করবে! যেমন: ইমেইল পড়া, উত্তর লেখা, এমনকি মিটিং শিডিউল করাও।

৭. 256K কনটেক্সট উইন্ডো

একসাথে একটি পূর্ণ বই বা রিপোর্ট দেওয়া যাবে — জিপিটি ৫ তা বুঝে বিশ্লেষণ করবে। যেমন: ২০০ পাতার পিডিএফ আপলোড দিয়ে বলুন “সংক্ষেপ বানাও বা গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করো”— এক ক্লিকেই কাজ শেষ! পুরো বই পড়ে বিভিন্ন নোট বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে আনবে।

৮. ছবি ও ভিডিও বিশ্লেষণ (Vision Mode)

ভিডিওর ফ্রেম ধরে ধরে বুঝতে পারবে, বা হাতে আঁকা ছবিকে প্ল্যান এ রূপ দিতে পারবে। যেমন: স্কেচ করা একটি ঘরের ডিজাইন থেকে তৈরি করবে 3D প্ল্যান বা ইনটেরিয়র সাজেশন।

৯. ভুল কম, উত্তর আরও নির্ভরযোগ্য

জিপিটি ৫ আগের তুলনায় ‘৬৫% কম ভুল করবে’ বলে দাবি করা হচ্ছে। এই ভার্সন এখন নিজের দেওয়া উত্তর ডাবল চেক করবে এবং সেভাবে পেশ করবে।

১০. এক লাইনে অ্যাপ তৈরি

“React দিয়ে একটি কুইজ অ্যাপ তৈরি করো” — জিপিটি ৫ সঙ্গে সঙ্গেই কোড তৈরি করে ফেলবে! ডেভেলপারদের জন্য বেসিক বা প্রাইমারি কোডিংয়ের বিশাল সময় সাশ্রয় হবে। পরে ওই কোডিংকে সুন্দর ডকুমেন্টেশন লাইন দেখে দেখে কাস্টমাইজ করাও সহজ!

১১. অটো-পাইলট এজেন্ট

এখন আপনি শুধু নির্দেশ দেবেন, জিপিটি ৫ আপনার হয়ে কাজ করবে — ছবি রিসার্চ, রিপোর্ট লেখা, ডেটা অ্যানালাইসিস সব!নিজের একটি ভার্চুয়াল সহকারী ভেবে শুধু আদেশ করবেন, তারপরে দেখবেন সে কী করে।

১২. স্মার্ট রিজনিং মোড

সহজ প্রশ্নে তাৎক্ষণিক উত্তর দেবে, আর কঠিন সমস্যায় চিন্তা করে ধাপে ধাপে ব্যাখ্যা দেবে। উদাহরণ: “বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা ব্যাখ্যা করো” — প্রাসঙ্গিক ও যুক্তিযুক্ত বিশ্লেষণ দেবে। না বুঝলে আবারও জিজ্ঞেস করলে, আবারও বুঝিয়ে দেবে অন্য উদাহরণ দিয়ে।

কেন জিপিটি ৫ এত আলোচনায়?

এখন এটি শুধু চ্যাটবট নয় — এটি একসঙ্গে ব্যবহারকারীর পার্সোনাল টিচার, কাজের সহকারী, লেখক, কোডার, ভিডিও বিশ্লেষক — সব একসাথে!

ছাত্র, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী কিংবা ডেভেলপার সবার সময় ও শ্রম বাঁচিয়ে দেবে জিপিটি ৫ (GPT-5)। সঠিকভাবে এটি ব্যবহার করতে পারলে ভবিষ্যত এখন আপনার হাতে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত