সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে শুরু হয়েছে আনন্দ মেলা ২০২৫। পৌর শিশু পার্ক কর্তৃপক্ষের আয়োজনে এ মেলায় ৩০ টাকার টিকিটে পার্ক ও মেলা ঘুরে দেখা যাচ্ছে। নদীর পাড়ে অবস্থিত পার্কটিতে প্রতিদিন শিশু ও বড়দের উপস্থিতিতে জমে উঠছে মেলা। মেলায় রয়েছে নানা ধরনের রাইড, খেলনা, খাবার ও কেনাকাটার স্টল। পৌর শিশু পার্ক কর্তৃপক্ষ জানায়, এবারের মেলায় ছোটদের জন্য ট্রেন, নাগরদোলা, বাউন্সি ক্যাসেলসহ রয়েছে প্রায় এক ডজনেরও বেশি রাইড। এছাড়াও রয়েছে শিশুদের প্রিয় খেলনা, পোশাক, খাবার ও হস্তশিল্প পণ্যের অর্ধশতাধিক স্টল। বিনোদনের পাশাপাশি পার্কের প্রাকৃতিক পরিবেশ ও নদীর পাড়ের দৃষ্টিনন্দন দৃশ্য মেলাকে করে তুলেছে আরও আকর্ষণীয়। স্থানীয় দর্শনার্থীরা জানান, শহরের মাঝে এমন একটি কম খরচে পরিবার নিয়ে ঘুরে আসার উপযুক্ত স্থান খুব প্রয়োজন ছিল। শিশুরা যেমন খেলাধুলায় আনন্দ পাচ্ছে, তেমনি বড়রাও সময় কাটাতে পারছেন মনোরম পরিবেশে। সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলায় আসছেন। আয়োজকরা জানিয়েছেন, পুরো মাসব্যাপী মেলা চলবে।
193
সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে শুরু হয়েছে আনন্দ মেলা ২০২৫। পৌর শিশু পার্ক কর্তৃপক্ষের আয়োজনে এ মেলায় ৩০ টাকার টিকিটে পার্ক ও মেলা ঘুরে দেখা যাচ্ছে।
নদীর পাড়ে অবস্থিত পার্কটিতে প্রতিদিন শিশু ও বড়দের উপস্থিতিতে জমে উঠছে মেলা। মেলায় রয়েছে নানা ধরনের রাইড, খেলনা, খাবার ও কেনাকাটার স্টল।
পৌর শিশু পার্ক কর্তৃপক্ষ জানায়, এবারের মেলায় ছোটদের জন্য ট্রেন, নাগরদোলা, বাউন্সি ক্যাসেলসহ রয়েছে প্রায় এক ডজনেরও বেশি রাইড। এছাড়াও রয়েছে শিশুদের প্রিয় খেলনা, পোশাক, খাবার ও হস্তশিল্প পণ্যের অর্ধশতাধিক স্টল।
বিনোদনের পাশাপাশি পার্কের প্রাকৃতিক পরিবেশ ও নদীর পাড়ের দৃষ্টিনন্দন দৃশ্য মেলাকে করে তুলেছে আরও আকর্ষণীয়।
স্থানীয় দর্শনার্থীরা জানান, শহরের মাঝে এমন একটি কম খরচে পরিবার নিয়ে ঘুরে আসার উপযুক্ত স্থান খুব প্রয়োজন ছিল। শিশুরা যেমন খেলাধুলায় আনন্দ পাচ্ছে, তেমনি বড়রাও সময় কাটাতে পারছেন মনোরম পরিবেশে।
সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলায় আসছেন। আয়োজকরা জানিয়েছেন, পুরো মাসব্যাপী মেলা চলবে।