৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা ক্যাডার) এর আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২২ জুলাই, ২০২৫ থেকে ২২ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। সিরাজগঞ্জের প্রার্থীদের জন্য এটি দারুণ সুযোগ।
এই বিশেষ বিসিএস-এর মাধ্যমে ৬৮৩ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
সিরাজগঞ্জের প্রার্থীদের জন্য কিছু কার্যকর টিপস-
MPO-ভুক্ত বা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি থাকলে গোপন করবেন না
অনেকেই NOC-এর ভয়ে চাকরির তথ্য গোপন করে। এটা ভুল। শিক্ষা ক্যাডারে অভিজ্ঞতা ভাইভা বোর্ডে বাড়তি সুবিধা এনে দিতে পারে।
গোপন করলে ঝুঁকি
গোয়েন্দা যাচাইয়ে তথ্য বের হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। তাই আবেদন ফরমে সঠিক তথ্য লিখুন।
Job Status সিলেক্ট করার নিয়ম
MPO-ভুক্ত প্রতিষ্ঠান → “Private Organization” সিলেক্ট করুন।
সরকারি প্রাইমারি/হাইস্কুলে কর্মরত → “Regular basis under Revenue budget” সিলেক্ট করুন।
কোনো চাকরিতে নেই → “Not Employed” সিলেক্ট করুন।
১৮তম নিবন্ধনে উত্তীর্ণ কিন্তু এখনো নিয়োগপ্রাপ্ত নন → চাকরিতে না থাকলে “Not Employed” সিলেক্ট করুন।
আবেদনপত্র অনলাইনে পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে এই পরীক্ষাটির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ সালে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্য।
সিরাজগঞ্জে বাড়তি সুবিধা
সিরাজগঞ্জে অনেক দক্ষ শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিযোগিতামূলক পরিবেশ আছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবেদন করলে ভালো সুযোগ তৈরি হতে পারে।
৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা ক্যাডার) মূলত শিক্ষা ক্যাডারের জন্য একটি বিশেষ বিসিএস পরীক্ষা। সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনের লক্ষ্যে এই বিসিএস আয়োজন করা হচ্ছে।
Tags: ৪৯তম বিশেষ বিসিএস, বিসিএস শিক্ষা