বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত অনূর্ধ্ব-১৮ (যুব) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সিরাজগঞ্জ জেলা দল রাজশাহী জেলা দলকে ৫৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ম্যাচটি ৬ আগস্ট রাজশাহী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
টসে জিতে সিরাজগঞ্জকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় রাজশাহী। ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে ১৬২ রান করে অলআউট হয় সিরাজগঞ্জ। দলের পক্ষে আদনান খান ও খাইরুল আমিন ৩৫ করে রান করেন। এছাড়া সাজেদ জামান করেন ১৬ রান। রাজশাহীর পক্ষে সালেকিন ৩ উইকেট, পলাশ ৩ উইকেট এবং তোসিফ ২ উইকেট নেন।
জবাবে রাজশাহী দল ব্যাট করতে নেমে ২৭.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে জিলানী ইসলাম সর্বোচ্চ ৪৯ রান করেন। সিরাজগঞ্জ দলের জাহিদ হাসান ৩টি, নাঈজুর রহমান ২টি এবং খাইরুল আমিন ১টি উইকেট নেন।

ম্যাচে ব্যাট ও বলের পারফরম্যান্সের জন্য আদনান খান ও জাহিদ হাসান ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন সিরাজগঞ্জ অধিনায়ক খাইরুল আমিন নেহাল।

সিরাজগঞ্জ দলের এই জয়ের পেছনে কোচ আনোয়ারুল আজিম ও প্রধান কোচ আবদুল্লাহ আল মামুনের কৌশলগত পরিকল্পনা এবং প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলের খেলোয়াড়: খায়রুল আমিন নেহাল (অধিনায়ক),আনান খান নিরব,আদনান খান নির্ঝর,সজিব হোসেন,আবিদ হাসান,বকুল শেখ,নাজিউর রহমান রোমেল,আরিফ হাসনাত চৌধুরী, সাগর জামান,শেখ আম্মার হোসাইন, জাহিদ হাসান,কাওছার শেখ,রিয়াদুজ্জামান রিফাত ও রাফিউল ইসলাম।
Tags: সিরাজগঞ্জ ক্রিকেট