সিরাজগঞ্জের সদর উপজেলাধীন ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় যমুনা নদী পাড়ি দেওয়ার সময় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। নিহত দুইজনের মরদেহ সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরি করে নিয়ে যাচ্ছে এমন সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে গরু চুরি হয়। এরপর নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিল। এ সময় চোর সন্দেহে মারপিট করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমাদের তদন্ত কাজ চলমান রয়েছে।
33
সিরাজগঞ্জের সদর উপজেলাধীন ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় যমুনা নদী পাড়ি দেওয়ার সময় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। নিহত দুইজনের মরদেহ সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরি করে নিয়ে যাচ্ছে এমন সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে গরু চুরি হয়। এরপর নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিল। এ সময় চোর সন্দেহে মারপিট করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমাদের তদন্ত কাজ চলমান রয়েছে।