সিরাজগঞ্জ ইকোনোমিক জোন লিমিটেড (এসইজেডএল) এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (CNMIEC) মধ্যে কার্যকর বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে চীনের ভবিষ্যৎ বিনিয়োগ ও পরিবেশবান্ধব শিল্প-উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
৩ আগস্ট (রবিবার) ঢাকায় সিরাজগঞ্জ ইকোনমিক জোনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে সৌরবিদ্যুৎ উৎপাদন, আধুনিক স্টিম বয়লার স্থাপন, সমন্বিত পানি ব্যবস্থাপনা ও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (CETP) নির্মাণের মতো টেকসই উদ্যোগ গ্রহণের সম্ভাবনা।
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান কর্মকর্তা (প্রশাসন ও মানবসম্পদ) মো. শরিফুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার মো. আনোয়ারুল হক মন্ডল। আর চায়না ন্যাশনাল মেশিনারি কর্পোরেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কমার্শিয়াল ম্যানেজার কিউ গুওকুয়ান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার ঝিগ্যাং ওয়াং।
বৈঠকে উভয়পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও চীন-বাংলাদেশের শিল্পবান্ধব সম্পর্ক আরও জোরদারে আশাবাদ ব্যক্ত করেন। এসইজেডএল কর্তৃপক্ষ জানান, এ ধরনের বৈঠক সিরাজগঞ্জ ইকোনমিক জোনে টেকসই শিল্প কাঠামো গড়তে এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যমুনা সেতুমুখী মহাসড়কে গিয়ে সেতু পাড় হয়ে দক্ষিণে সদর উপজেলার খাসবড়শিমুল, পঞ্চসোনা, চকবয়রা এবং বেলকুচি উপজেলার বেলছুটি ও বড়বেরা খারুয়া এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে ‘সিরাজগঞ্জ ইকোনোমিক জোন’। ১০৪২ একর জায়গায় গড়ে উঠছে এই অর্থনৈতিক অঞ্চল। উদ্যোক্তাদের দাবি, এটি বেসরকারি খাতে দেশের বৃহৎ ও গ্রিন ইকোনমিক জোন।
এই ইকোনমিক জোনে জায়গা পাবে প্রায় চার শতাধিক কোম্পানি। বড় জায়গা রাখা হয়েছে বিদেশি উদ্যোক্তাদের জন্যও। সব কলকারখানা চালু হলে এখানে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে প্লট বরাদ্দ চলছে। আর সিরাজগঞ্জ ইকোনমিক জোনে অনেক নামকরা কোম্পানি ইতিমধ্যে জমি বরাদ্দ পেয়েছে। এরমধ্যে রয়েছে— অ্যাপেক্স ফুটওয়্যার, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, ডায়নামিক ড্রেজিং, নিট এশিয়া, এমকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, রাতুল ফ্যাব্রিক, অ্যাকটিভ কম্পোজিট মিলস, রাইজিং হোল্ডিংস, রাইজিং স্পিনিং মিলস, মেরিনা প্রপার্টিজ, টেক্সট টাউন, স্কয়ার এক্সেসরিজ এবং স্কয়ার ইলেকট্রনিক্স।
আরো নিউস পড়তে এখানে ক্লিক করুন ।
Tags: চীনের বিনিয়োগ, সিরাজগঞ্জ ইকোনমিক জোন