1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
করোনাকালের হাত ধোয়ার বেসিন ধসে সিরাজগঞ্জে ২ শিশুর মৃত্যু
                   
                       

করোনাকালের হাত ধোয়ার বেসিন ধসে সিরাজগঞ্জে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
63

সিরাজগঞ্জ সদরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিত্যক্ত হাত ধোয়ার বেসিন ধসে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো আবু রায়হান (৬), সে ওই এলাকার ফরিদুল ইসলামের ছেলে এবং সুমি খাতুন (২), সজিব সেখের মেয়ে। আহতদের মধ্যে রয়েছে আবির (২), মেনহাজের ছেলে এবং সানজিদা খাতুন (৩), সামিদুল ইসলামের মেয়ে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, করোনাকালীন সময়ে হাটে আগত মানুষের জন্য হাত ধোয়ার সুবিধার্থে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে বেসিনটি নির্মাণ করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। রোববার বিকেলে শিশুরা সেখানে খেলাধুলা করার সময় হঠাৎ বেসিনটি ভেঙে তাদের ওপর ধসে পড়ে।

স্থানীয়রা দ্রুত আহত শিশুদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিবার চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সহযোগিতা করবে।

এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জেলার অন্যান্য এলাকায় থাকা পরিত্যক্ত বেসিনগুলো দ্রুত সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!