অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন গুরুত্বপূর্ণ এবং এর স্বচ্ছতার দিকে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের দৃষ্টি রয়েছে। নির্বাচনটির সঙ্গে গণভোট ও সংস্কার কার্যক্রমও সংশ্লিষ্ট।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, জুলাই বিপ্লবের অর্জন জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সময় গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ইতিবাচকভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় তিনি অতীত অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং গণভোটে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার আহ্বান জানান।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজরুল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ, সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ জেলা ও নয়টি উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Tags: গণভোট, নির্বাচন ২০২৬