ডাচ্–বাংলা ব্যাংক প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব ২০২৬ আজ শুক্রবার সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গণিতপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ ছিল দিনভর প্রাণবন্ত।
আয়োজকদের জানানো হয়, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গণিত প্রতিযোগিতার পরীক্ষায় অংশ নেয়। সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা কেন্দ্রে ভিড় জমায়। অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো এমন বড় পরিসরের গণিত উৎসবে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতভীতি দূর করতে এবং সৃজনশীলভাবে চিন্তা করতে সহায়ক ভূমিকা রাখে। প্রতিযোগিতার পাশাপাশি গণিতকে আনন্দের সঙ্গে উপভোগ করার সুযোগ পেয়ে তারা সন্তুষ্ট।
একই দিনে খুলনায়ও ডাচ্–বাংলা ব্যাংক প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর, খুলনা, নড়াইল ও সাতক্ষীরা অঞ্চলের শিক্ষার্থীরা খুলনা জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
আয়োজকরা জানান, দেশজুড়ে গণিত চর্চা বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এই আঞ্চলিক গণিত উৎসবের আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন আরও সফল হয়েছে বলে তারা আশা প্রকাশ করেন।
Tags: গণিত অলিম্পিয়াড, সিরাজগঞ্জ