মাদ্রাসায় দলীয় নির্বাচনী বৈঠক করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমিরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তি মো. ইউসুফ আলী কামারখন্দ উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল-মামুন জানান, রাজনৈতিক দলের কর্মী সংগঠনের সভা অনুষ্ঠিত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণবিধিমালা ২০২৫-এর ২০(খ) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউসুফ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
Tags: নির্বাচন ২০২৬, সিরাজগঞ্জে জামায়াতে ইসলামী