1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি, শীতে স্থবির জনজীবন
নতুন সংবাদ
নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত জামায়াত সরকার গঠন করলে সিরাজগঞ্জ থেকে মন্ত্রী বানানোর ঘোষণা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক
                   
                       

সিরাজগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি, শীতে স্থবির জনজীবন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে রাতে ঠান্ডা ও সকালে কুয়াশা
128

টানা তিন দিন ধরে সূর্যের দেখা না মেলায় সিরাজগঞ্জে নেমে এসেছে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সিরাজগঞ্জের তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বাতাসের গতিবেগ বাড়ায় শীতের তীব্রতা বেড়েছে। এ বৈরি আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে। এ কারণে বিশেষ করে চরাঞ্চলগুলোতে দিনভর ঘন কুয়াশা বিরাজ করবে।

কনকনে শীত ও ঘন কুয়াশার প্রভাবে জেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। দিনের বেলায়ও সড়ক ও মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

তীব্র ঠাণ্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষক ও নিম্ন আয়ের মানুষ। একদিকে ঘন কুয়াশার কারণে কৃষকরা নিয়মিত মাঠে যেতে পারছেন না, অন্যদিকে কাজের অভাবে নিম্ন আয়ের মানুষেরা সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

সিরাজগঞ্জ জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা বলেন, “তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে কৃষি ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় কৃষকরা মাঠে কাজ করতে না পারায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে।”

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে ফসল সুরক্ষায় কৃষকদের আগাম সতর্কতা ও প্রয়োজনীয় করণীয় সম্পর্কে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করছেন, যাতে শীতজনিত কোনো ক্ষতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!