বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী ২৫ ডিসেম্বর বরণ করে নিতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রস্তুতির অংশ হিসেবে আজ (২৩ ডিসেম্বর) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজে ৩০০ ফিট এলাকায় প্রস্তুতির স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি সিরাজগঞ্জ থেকে আগত নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সিরাজগঞ্জ জেলার নেতাকর্মীরা রাজধানীর ৩০০ ফিট সড়কের শুরুতে, আইসিসিবি গেট থেকে প্রায় ১৫০ গজ আগে অবস্থান নেবেন। নির্ধারিত স্থানে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
দলীয় নেতারা জানান, এই বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সিরাজগঞ্জের নেতাকর্মীরা ঐতিহাসিক এই মুহূর্তে গর্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছেন।
📍 অবস্থান (Google Map):
https://maps.app.goo.gl/TYuX6rDt4jzkFBPm7?g_st=ic
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাজধানীতে তারেক রহমানকে বরণ করতে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Tags: ইকবাল হাসান মাহমুদ টুকু, তারেক রহমান