সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি তাদের ৪১তম বার্ষিক সাধারণ সভা আগামী ২৭ ডিসেম্বর, শনিবার সকাল ১০টায় শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
চেম্বারের ভারপ্রাপ্ত সচিব মোঃ ইনায়েত আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলাদেশ সরকারের বার্ষিক সংস্থাপন বিধিমালা ও চেম্বার সংবিধান অনুযায়ী এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীত পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর ৪০তম AGM-এর কার্যবিবরণী অনুমোদন, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, নিরীক্ষিত অডিট রিপোর্ট ও স্টেটমেন্ট অনুমোদন করা হবে। পাশাপাশি নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
সভায় ২০২৬ সালের সম্ভাব্য বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হবে এবং নতুন সদস্যদের আবেদনপত্র অনুমোদন করা হবে। সভাসদদের প্রস্তাব অনুযায়ী বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণও এজেন্ডায় অন্তর্ভুক্ত রয়েছে।
চেম্বার কর্তৃপক্ষ সকল সদস্যদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার আহ্বান জানিয়েছে।
Tags: সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স