সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবক অবৈধভাবে ইতালি যাওয়ার পথে সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন। নিখোঁজের প্রায় নয় মাস পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা ও শোকের ছায়া।
নিখোঁজ যুবকের নাম রাকিবুল ইসলাম স্বাধীন (২২)। তিনি উল্লাপাড়া উপজেলার ভুতগাছা গ্রামের ফিরোজ আহমেদের ছেলে। পরিবারের সদস্যরা জানায়, চলতি বছরের মার্চের শেষ দিকে অবৈধ পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন স্বাধীন। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি জীবিত না মৃত—সে খবরও নিশ্চিতভাবে জানতে পারছে না পরিবার।
এ ঘটনায় মানবপাচারের অভিযোগে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আবুল কালাম নামের ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, নিখোঁজ রাকিবুল ইসলাম স্বাধীনকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন আবুল কালাম।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম জানান, আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত। নিখোঁজ যুবকের বাবা থানায় এসে বিষয়টি অবহিত করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাগ্য বদলের আশায় শতাধিক মানুষের সঙ্গে একটি ট্রলারে করে ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন স্বাধীন। যাত্রাপথে সাগরে ট্রলার দুর্ঘটনার শিকার হলে অনেকেই পানিতে পড়ে যান। সেই ঘটনার পর থেকেই স্বাধীন নিখোঁজ হন।
নিখোঁজ রাকিবুলের বাবা ফিরোজ আহমেদ বলেন, আবুল কালামের ছেলে সাদ্দাম ইতালিতে থাকেন। সেই সূত্র ধরে আবুল কালামের সঙ্গে যোগাযোগ করা হয়। ছেলেকে বিদেশে পাঠাতে জমি বন্ধক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে মোট ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মার্চের শেষ দিকে প্রথমে ছেলেকে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখান থেকে দুবাই, মিশর ও শ্রীলঙ্কা হয়ে সর্বশেষ লিবিয়ায় পৌঁছায় সে। লিবিয়া থেকে সাগরপথে ইতালির উদ্দেশে যাত্রার সময় দুর্ঘটনাটি ঘটে।
স্বাধীনের সঙ্গে যাওয়া আরেক ব্যক্তি ফজলুল হক সম্প্রতি দেশে ফিরে আসেন। তিনি পরিবারকে জানান, যাত্রার অল্প কিছুদিন পরই ট্রলারটি ডুবে যায় এবং স্বাধীন আর ফিরে আসেননি।
নিখোঁজ যুবকের মা নার্গিস খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের কোনো খবর না পেয়ে তারা দিশেহারা। তিনি ছেলের সন্ধান পেতে প্রশাসনের সহায়তা কামনা করার পাশাপাশি অভিযুক্ত মানবপাচারকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
Tags: ইতালি, সাগরে ডুবে মৃত্যু