৯ দফা দাবিতে সিরাজগঞ্জে শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
৯ দফা দাবিতে সিরাজগঞ্জে শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি
ন্যূনতম মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিক স্বার্থবিরোধী আইন বাতিলসহ ৯ দফা দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম উপদেষ্টার বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর মাধ্যমে কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি হস্তান্তর করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড নব কুমার কর্মকার, টি ইউ সি সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সুলতান আহমেদ, সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল হাকিম, সিপিবি নেতা মোস্তফা নূরুল আমিন এবং বাসদ নেতা তারিকুজ্জামান টরিক প্রমুখ।
98
ন্যূনতম মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিক স্বার্থবিরোধী আইন বাতিলসহ ৯ দফা দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম উপদেষ্টার বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ হয়।
সমাবেশ শেষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর মাধ্যমে কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড নব কুমার কর্মকার, টি ইউ সি সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সুলতান আহমেদ, সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল হাকিম, সিপিবি নেতা মোস্তফা নূরুল আমিন এবং বাসদ নেতা তারিকুজ্জামান টরিক প্রমুখ।