বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের ধুবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও প্রয়াত চারবারের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের সন্তান রাহিদ মান্নান লেনিন। সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর। সঞ্চালনা করেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল হাসান পাপন। আলোচনা সভায় রায়গঞ্জ উপজেলা বিএনপি, সলঙ্গা থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রাহিদ মান্নান লেনিন তাঁর বক্তব্যে বলেন, "তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের পথনকশা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এ বিষয়ে তৃণমূলের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।" তিনি আরও বলেন, দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি সফল করতে কাজ করতে হবে।
155
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের ধুবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও প্রয়াত চারবারের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের সন্তান রাহিদ মান্নান লেনিন।
সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর। সঞ্চালনা করেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল হাসান পাপন।
আলোচনা সভায় রায়গঞ্জ উপজেলা বিএনপি, সলঙ্গা থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রাহিদ মান্নান লেনিন তাঁর বক্তব্যে বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের পথনকশা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এ বিষয়ে তৃণমূলের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি সফল করতে কাজ করতে হবে।