সিরাজগঞ্জে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির জেলা শাখার আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও ৪ জন সহকারী ভূমি কর্মকর্তাগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১ টায় পৌর শহরের কুটুমবাড়ি কটেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে জুলাই আন্দোলনে শহীদ ও ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহকারী ভূমি কর্মকর্তাগণের হাতে ক্রেস্ট তুলেদেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি খোন্দকার তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকে যাদেরকে এ সন্মাননা স্মারক প্রদান করা হচ্ছে ৪ জন সহকারী ভূমি কর্মকর্তা, যারা ইতিমধ্যেই চাকরি থেকে বিদায় নিয়েছেন, তারা সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ভূমি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের সততা ও পেশাগত নিষ্ঠার প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এসময়ে বিদায়ী সহকারী ভূমি কর্মকর্তাগণ তাদের কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন এবং সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিদায়ী সংবর্ধনা পাওয়া কর্মকর্তাগণ হলেন- সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ, সাধন কুমার বসাক, আব্দুল মজিদ সরকার ও মোঃ আকতার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা ও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাছান আলী। বার্ষিক সাধারণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট কবি মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মোঃ রেজাউর রহমান টুটু, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য মোঃ বেলাল হোসেন,বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য হাজী মইন উদ্দীন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সদস্য মোঃ জহুরুল ইসলাম, মোঃ তারেক মুর্শেদ, মোঃ খাইরুল হাসান, দপ্তর সম্পাদক মোঃ মনছুর আলী, অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুজ্জামান, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, নির্বাহী সদস্য মোঃ ফিরোজ আহম্মেদ প্রমুখ।
Tags: ভূমি অফিসার্স কল্যাণ সমিতি