সিরাজগঞ্জ সদরের রঘুনাথপুর গ্রামের যুবক রাসেল আহমেদ পেঁপে চাষে নজরকাড়া সাফল্য অর্জন করেছেন। গৃহপালিত পশু-পাখির পাশাপাশি তিনি স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিন বিঘা জমিতে ভাইরাস প্রতিরোধী দেশীয় শাহী জাতের পেঁপে আবাদ করেন। অনুকূল আবহাওয়া ও পরিচর্যায় ফলনও হয়েছে ব্যাপক। তার এই সাফল্যে অনুপ্রাণিত হচ্ছে এলাকাবাসী। রাসেল জানান, তার বাগানে রয়েছে প্রায় ৮০০ পেঁপে গাছ। প্রতিটি গাছ থেকে গড়ে ৭০০–৮০০ টাকা পর্যন্ত আয় হচ্ছে। সব মিলিয়ে ৬–৭ লাখ টাকার বিক্রি হবে বলে তিনি আশা করছেন। বর্তমানে কাঁচা পেঁপে প্রতি মণ ৫০০–৬০০ টাকা এবং পাকা পেঁপে প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তার সফলতা দেখে প্রতিবেশীরাও অনুপ্রাণিত হচ্ছেন। খোর্দ্দ শিয়ালকোল গ্রামের কৃষক সায়েম জানান, “রাসেলের সফলতা দেখে আমিও এক বিঘা জমিতে পেঁপে চাষ শুরু করেছি।” সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাসিম হোসেন বলেন, “রাসেল আহমেদ দেশীয় শাহী জাতের পেঁপে চাষে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাকে নিয়মিত কারিগরি সহায়তা দিয়েছি এবং অন্যান্য কৃষকদেরও এই চাষে উদ্বুদ্ধ করছি।” এই সাফল্য স্থানীয়ভাবে ফলের চাহিদা পূরণের পাশাপাশি তরুণদের কৃষিতে আগ্রহী করে তুলছে।
228
সিরাজগঞ্জ সদরের রঘুনাথপুর গ্রামের যুবক রাসেল আহমেদ পেঁপে চাষে নজরকাড়া সাফল্য অর্জন করেছেন। গৃহপালিত পশু-পাখির পাশাপাশি তিনি স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিন বিঘা জমিতে ভাইরাস প্রতিরোধী দেশীয় শাহী জাতের পেঁপে আবাদ করেন। অনুকূল আবহাওয়া ও পরিচর্যায় ফলনও হয়েছে ব্যাপক।
তার এই সাফল্যে অনুপ্রাণিত হচ্ছে এলাকাবাসী।
রাসেল জানান, তার বাগানে রয়েছে প্রায় ৮০০ পেঁপে গাছ। প্রতিটি গাছ থেকে গড়ে ৭০০–৮০০ টাকা পর্যন্ত আয় হচ্ছে। সব মিলিয়ে ৬–৭ লাখ টাকার বিক্রি হবে বলে তিনি আশা করছেন। বর্তমানে কাঁচা পেঁপে প্রতি মণ ৫০০–৬০০ টাকা এবং পাকা পেঁপে প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
তার সফলতা দেখে প্রতিবেশীরাও অনুপ্রাণিত হচ্ছেন। খোর্দ্দ শিয়ালকোল গ্রামের কৃষক সায়েম জানান, “রাসেলের সফলতা দেখে আমিও এক বিঘা জমিতে পেঁপে চাষ শুরু করেছি।”
সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাসিম হোসেন বলেন, “রাসেল আহমেদ দেশীয় শাহী জাতের পেঁপে চাষে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাকে নিয়মিত কারিগরি সহায়তা দিয়েছি এবং অন্যান্য কৃষকদেরও এই চাষে উদ্বুদ্ধ করছি।”
এই সাফল্য স্থানীয়ভাবে ফলের চাহিদা পূরণের পাশাপাশি তরুণদের কৃষিতে আগ্রহী করে তুলছে।