সিরাজগঞ্জে উদ্যোক্তাদের দারুণ মিলনমেলা অনুষ্ঠিত: উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের এক দারুণ মিলনমেলা অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জে, যা উদীয়মান তরুণদের জন্য এক নতুন আশার আলো বয়ে এনেছে। শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে “উদ্যোক্তা মিলনমেলা ২০২৫”, যা দেশের উদ্যোক্তা খাতে এক নতুন গতি এনে দেবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার (২৫ জুলাই) দিনব্যাপী এই আয়োজনের মূল আকর্ষণ ছিল যমুনা নদীর পাড়ঘেঁষা সিরাজগঞ্জ ইকোপার্ক, ইকোনমিক জোন এবং যমুনায় রোমাঞ্চকর নৌভ্রমণ। এর পাশাপাশি ছিল শিক্ষামূলক সেমিনার, নেটওয়ার্কিং সেশন, স্টার্টআপ প্রদর্শনী এবং এক জমজমাট বনভোজন। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের গোলাপফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে সারাদিন নানা সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এই মেলায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও বিনিয়োগকারী অংশ নেন। তাঁরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন, নতুন উদ্যোগের খোঁজ নেন এবং ভবিষ্যতের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, “এমন একটি মিলনমেলায় এসে অনেক নতুন পরিচিতি ও দৃষ্টিভঙ্গি পেয়েছি। এটি আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।” অনুষ্ঠান পরিচালনা করেন স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা আসলাম উদ্দিন। বক্তব্য রাখেন আমাদের সিরাজগঞ্জ গ্রুপের অ্যাডমিন জিল্লুর তালুকদার, উদ্যোক্তা শহিদুল্লাহ কাওসার লিটন, সাংবাদিক আব্দুল্লাহ আল সাফি এবং সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন। দেশের অন্যতম প্রফেশনাল ট্যুর অপারেটর স্মার্ট ট্যুরিজম অনুষ্ঠানটি আয়োজন করে। এই সফল আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনে উৎসাহিত করছে। অংশগ্রহণকারীরা আশা করছেন, এই মিলনমেলার রেশ দীর্ঘদিন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে যাবে।
343
সিরাজগঞ্জে উদ্যোক্তাদের দারুণ মিলনমেলা অনুষ্ঠিত: উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের এক দারুণ মিলনমেলা অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জে, যা উদীয়মান তরুণদের জন্য এক নতুন আশার আলো বয়ে এনেছে। শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে “উদ্যোক্তা মিলনমেলা ২০২৫”, যা দেশের উদ্যোক্তা খাতে এক নতুন গতি এনে দেবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার (২৫ জুলাই) দিনব্যাপী এই আয়োজনের মূল আকর্ষণ ছিল যমুনা নদীর পাড়ঘেঁষা সিরাজগঞ্জ ইকোপার্ক, ইকোনমিক জোন এবং যমুনায় রোমাঞ্চকর নৌভ্রমণ। এর পাশাপাশি ছিল শিক্ষামূলক সেমিনার, নেটওয়ার্কিং সেশন, স্টার্টআপ প্রদর্শনী এবং এক জমজমাট বনভোজন।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের গোলাপফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে সারাদিন নানা সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।
এই মেলায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও বিনিয়োগকারী অংশ নেন। তাঁরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন, নতুন উদ্যোগের খোঁজ নেন এবং ভবিষ্যতের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন।
অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, “এমন একটি মিলনমেলায় এসে অনেক নতুন পরিচিতি ও দৃষ্টিভঙ্গি পেয়েছি। এটি আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান পরিচালনা করেন স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা আসলাম উদ্দিন। বক্তব্য রাখেন আমাদের সিরাজগঞ্জ গ্রুপের অ্যাডমিন জিল্লুর তালুকদার, উদ্যোক্তা শহিদুল্লাহ কাওসার লিটন, সাংবাদিক আব্দুল্লাহ আল সাফি এবং সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন।
দেশের অন্যতম প্রফেশনাল ট্যুর অপারেটর স্মার্ট ট্যুরিজম অনুষ্ঠানটি আয়োজন করে। এই সফল আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনে উৎসাহিত করছে। অংশগ্রহণকারীরা আশা করছেন, এই মিলনমেলার রেশ দীর্ঘদিন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে যাবে।