সিরাজগঞ্জের কোমলমতি শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও বিনোদনের সুযোগ তৈরি করতে যমুনা পাড়ের চায়নাবাঁধ এলাকায় শিশুপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। প্রস্তাবিত পার্কটির নাম হবে ‘যমুনা শিশুপার্ক’।
বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এই পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। সভায় উপস্থিত সবাই এই উদ্যোগকে স্বাগত জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি মো. সাইদুর রহমান বাচ্চু, বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক ফেরদৌস হাসান, ছাত্রনেতা সজিব সরকার, মুনতাসীর মেহেদী হাসান প্রমুখ।
যমুনা নদীপাড়ে আধুনিক শিশুপার্ক নির্মাণের উদ্যোগে যেন এক খুশির ঝর্ণাধারা বয়ে বেড়াচ্ছে সকলের মধ্যে। সিরাজগঞ্জের শিশুরা এতে মৌলিক অধিকারের পাশাপাশি বিনোদনও পাবে। যাতে তাদের মানুষিক বিকাশ ঘটবে।
উল্লেখ্য, গত ১৮ জুলাই জেলা প্রশাসনের আয়োজনে চায়নাবাঁধ-৩ এলাকায় ‘জুলাই পুনর্জাগরণী’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে একটি প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।
Tags: চায়নাবাঁধ, যমুনা পাড়, শিশুপার্ক