বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জ’র প্লট মালিক সমিতির কমিটি গঠন
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শনিবার, ৯ আগস্ট, ২০২৫
বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জ’র প্লট মালিক সমিতির কমিটি গঠন
‘বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জ’র প্লট মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুল কাদের সেখ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের। ৯ আগস্ট এ কমিটি গঠন হয়েছে বলে জানা গেছে। ২ বছর মেয়াদী কমিটিতে স্থান পেয়েছেন ২১ জন সদস্য। বিসিক শিল্পপার্কের বাণিজ্যিক ও পরিচালনা বিষয়ক নানা কিছু নিয়ে কাজ করবে এই কমিটি। শনিবার (৯ আগস্ট) দুপুরে বিসিক শিল্পপার্কের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার প্রতিষ্ঠান মালিক, সত্ত্বাধিকারী ও প্রতিনিধিরা অংশ নেন। তারা নিজেদের মধ্যে পরিচিত হওয়ার পাশাপাশি পার্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ও সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আলহাজ্ব আব্দুল কাদের সেখের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ একাব্বর আলী, ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম, মঈন ওয়েল মিলের পরিচালক মোঃ সরোয়ার হোসেন সবুজ, সরকার আর্ট প্রেসের স্বত্ত্বাধিকারী বাবু, তফিজ উদ্দিন এন্ড সন্সের পরিচালক সাইফুল ইসলাম, ডাব্লিউ এফের পরিচালক ফেরদৌস আলম, তৃপ্তি হোটেলের পরিচালক ওয়াজেদ আলী প্রমুখ। আলোচনায় অংশগ্রহণকারীরা পার্কের চলমান নানা সমস্যার কথা তুলে ধরেন। গত বুধবার (৩০ জুলাই) বিসিক শিল্পপার্কের প্লট বরাদ্দপত্র প্লট বরাদ্দ কার্যক্রম উদ্বোধন হয়েছে। ওই দিনে ৭২ জনকে প্লট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী ও পশ্চিম মোহনপুর এবং কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া, বেলুটিয়া ও মোড়গ্রাম মৌজার মোট ৪০০ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয় শিল্প মন্ত্রণালয়। ৭১৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ ধরা হয়েছে।
137
‘বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জ’র প্লট মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুল কাদের সেখ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
৯ আগস্ট এ কমিটি গঠন হয়েছে বলে জানা গেছে। ২ বছর মেয়াদী কমিটিতে স্থান পেয়েছেন ২১ জন সদস্য। বিসিক শিল্পপার্কের বাণিজ্যিক ও পরিচালনা বিষয়ক নানা কিছু নিয়ে কাজ করবে এই কমিটি।
শনিবার (৯ আগস্ট) দুপুরে বিসিক শিল্পপার্কের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার প্রতিষ্ঠান মালিক, সত্ত্বাধিকারী ও প্রতিনিধিরা অংশ নেন। তারা নিজেদের মধ্যে পরিচিত হওয়ার পাশাপাশি পার্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ও সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আলহাজ্ব আব্দুল কাদের সেখের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ একাব্বর আলী, ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম, মঈন ওয়েল মিলের পরিচালক মোঃ সরোয়ার হোসেন সবুজ, সরকার আর্ট প্রেসের স্বত্ত্বাধিকারী বাবু, তফিজ উদ্দিন এন্ড সন্সের পরিচালক সাইফুল ইসলাম, ডাব্লিউ এফের পরিচালক ফেরদৌস আলম, তৃপ্তি হোটেলের পরিচালক ওয়াজেদ আলী প্রমুখ। আলোচনায় অংশগ্রহণকারীরা পার্কের চলমান নানা সমস্যার কথা তুলে ধরেন।
গত বুধবার (৩০ জুলাই) বিসিক শিল্পপার্কের প্লট বরাদ্দপত্র প্লট বরাদ্দ কার্যক্রম উদ্বোধন হয়েছে। ওই দিনে ৭২ জনকে প্লট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী ও পশ্চিম মোহনপুর এবং কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া, বেলুটিয়া ও মোড়গ্রাম মৌজার মোট ৪০০ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয় শিল্প মন্ত্রণালয়। ৭১৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ ধরা হয়েছে।