জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছিল। বিজয় শোভাযাত্রা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট দিনের বি়ভিন্নসময় এসব আয়োজনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ এবং আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ সাইদুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ কে এম রেজাউল হক। আর পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও ২৬ বিসিএস কর্মকর্তা জনাব মোঃ শফিকুল ইসলাম তালুকদার।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এবং অত্র কলেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন জুলাই যোদ্ধারা।
Tags: জুলাই গণঅভ্যুত্থান, সিরাজগঞ্জ সরকারি কলেজ