এনডিপি’র উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
এনডিপি’র উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত রেইজ প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালন করা হয়েছে। “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরের এনডিপি শহর শাখা থেকে মুজিব সড়ক পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিপুল সংখ্যক যুবকের উপস্থিতি দেখা যায়। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খোলা মাঠে যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এনডিপি’র প্রকল্প ফোকাল পারসন ও পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ, প্রকল্প সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা, আরএমটিপি প্রকল্প সমন্বয়কারী মাসুদ মন্ডল এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক (পশুপালন) কৃষিবিদ এস.এম কামরুজ্জামান। বক্তারা বলেন, “যৌবন হলো জীবনের শ্রেষ্ঠ সময়। এই সময়কে কাজে লাগাতে হবে অকল্যাণের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে সংগ্রামে।” তারা উল্লেখ করেন, দেশের শ্রমশক্তির বড় অংশই যুবসমাজ, যাদের অবদান প্রবাসী শ্রমবাজার থেকে শুরু করে তৈরি পোশাকশিল্প পর্যন্ত বিস্তৃত। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে যুবসমাজকে কেন্দ্রে রেখে পরিকল্পনা গ্রহণের গুরুত্ব প্রাধান্য পায়। এছাড়াও বক্তারা যুবসমাজের সৃজনশীলতা, জ্ঞান ও প্রযুক্তিচর্চাকে উৎসাহিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বহুপাক্ষিক অংশীদারিত্বে বিনিয়োগের সুযোগ সৃষ্টি ও সরকারি তদারকি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “যুবসমাজকে নেতিবাচক প্রবণতা থেকে মুক্ত করে সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তোলা হোক আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের মূল লক্ষ্য।” উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা যুবসমাজের ক্ষমতায়ন ও ভবিষ্যৎ গঠনের প্রতি উৎসাহ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
87
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত রেইজ প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালন করা হয়েছে।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরের এনডিপি শহর শাখা থেকে মুজিব সড়ক পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিপুল সংখ্যক যুবকের উপস্থিতি দেখা যায়। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খোলা মাঠে যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এনডিপি’র প্রকল্প ফোকাল পারসন ও পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ, প্রকল্প সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা, আরএমটিপি প্রকল্প সমন্বয়কারী মাসুদ মন্ডল এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক (পশুপালন) কৃষিবিদ এস.এম কামরুজ্জামান।
বক্তারা বলেন, “যৌবন হলো জীবনের শ্রেষ্ঠ সময়। এই সময়কে কাজে লাগাতে হবে অকল্যাণের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে সংগ্রামে।” তারা উল্লেখ করেন, দেশের শ্রমশক্তির বড় অংশই যুবসমাজ, যাদের অবদান প্রবাসী শ্রমবাজার থেকে শুরু করে তৈরি পোশাকশিল্প পর্যন্ত বিস্তৃত। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে যুবসমাজকে কেন্দ্রে রেখে পরিকল্পনা গ্রহণের গুরুত্ব প্রাধান্য পায়।
এছাড়াও বক্তারা যুবসমাজের সৃজনশীলতা, জ্ঞান ও প্রযুক্তিচর্চাকে উৎসাহিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বহুপাক্ষিক অংশীদারিত্বে বিনিয়োগের সুযোগ সৃষ্টি ও সরকারি তদারকি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “যুবসমাজকে নেতিবাচক প্রবণতা থেকে মুক্ত করে সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তোলা হোক আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের মূল লক্ষ্য।”
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা যুবসমাজের ক্ষমতায়ন ও ভবিষ্যৎ গঠনের প্রতি উৎসাহ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।